শনিবার, জুলাই ২৭, ২০২৪
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই- নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

 

সাদেকুল ইসলাম সুবেল,
বিরল(দিনাজপুর) প্রতিনিধি:

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পথসভার বক্তব্যে তিনি আরও বলেন বাংলাদেশে ১৫, বছর আওয়ামীগ সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ রোল’মডেল, স্মার্ট দেশে উন্নীত হয়েছে। বাঙ্গালি জাতি বীরের জাতি বাঙালি কখনো বিদেশি পরাশক্তির কাছে মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা’র নেতৃত্বে আগামী ৭,ই জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দিবে আওয়ামীলীগ জনগণের আস্থার দল। নৌকা মার্কার উপর বাংলাদেশের মানুষের ভরসা আগেও ছিলো এখনো আছে ভবিষ্যতেও থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির সনদ এনে দিয়েছে স্বাধীনতা এনে দিয়েছে। বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
আজ বাংলাদেশের রাস্তাঘাট, শিক্ষা, উন্নতি স্বাদিত হয়েছে তা আওয়ামী সরকার এর জন্যই হয়েছে। বিএনপির আমলে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল দেশ টাকে তারা পাকিস্তান, আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলো। সেখান থেকে বাংলাদেশ কে স্বয়ংসম্পূর্ন দেশে রুপান্তর করেছে নৌকা মার্কার সরকার৷

২৬,ডিসেম্বর (মঙ্লবার) দিনাজপুরের বিরল উপজেলাধীন ২, নম্বর ফরাক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজী-দীঘী দাখিল মাদ্রাসা মাঠে আগামী ৭,ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন দিনাজপুর-২ (বিরল-বোচাঁগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।

পথসভায় ,নম্বর আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সভাপত্বিতে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, অত্র ইউনিয়নের সমন্বয়ক মোস্তফা কামাল (বকুল), বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর), সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম রবি (পি.পি), উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দিনাজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রমূখ।

থেকে আরও পড়ুন

নড়াইলের কালিয়ায় দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে...

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্বাদশ জাতীয়...

  হবিগঞ্জের মাধবপুরে পৌরসভায় নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে এক পরিক্ষার্থীকে নিয়ে ভাইভা, নিয়োগে অনিয়ম...

উপজেলা পরিষদ নির্বাচনে ফেনী সদরের নির্বাচনে পৌর সভার পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট...