শনিবার, জুলাই ২৭, ২০২৪
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার পর চাঁদপুরে অন্তত ২০টি গাড়ি ভাঙচুর, আহত ১৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চাঁদপুরে যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অন্তত ২০টি ছোট–বড় যানবাহন ভাঙচুর করা হয়। হামলায় অন্তত ১৫ জন গাড়িচালক ও যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

যানবাহন ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি দল ও বিজিবি মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী মাসুদ হোসেন ও জয় জানান, মহাসড়কে যানবাহন ভাঙচুরের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ কর্মীরাও ঘটনাস্থলে অবস্থান করছেন। তবে আতঙ্ক কাটেনি।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পারি, তফসিল ঘোষণার পরপরই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় দুষ্কৃতকারীরা চোরাগোপ্তা হামলা চালায়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। আমরা তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখনো সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় কারা জড়িত তদন্ত করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।’

থেকে আরও পড়ুন

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্বাদশ জাতীয়...

কুড়িগ্রামের সাবেক দাসিয়ারছড়া ছিটমহলপরিদর্শনে প্রধান বিচারপতিমোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: বাংলাদেশের সাবেক বৃহত্ ছিটমহল দাসিয়ারছড়া পরিদর্শন...

কুড়িগ্রামে হারলেন হেভিওয়েট নেতারামোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: কুড়িগ্রামে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর,...

কুড়িগ্রামে বিএনপি ৪ নেতা বহিষ্কার মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: কুড়িগ্রামে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে...