সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাশমিকা মান্দানা দক্ষিণের ছবি থেকে এবার বলিউডে যাত্রা শুরু

ভারতের জাতীয় ক্রাশখ্যাত দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা বলিউডে তার যাত্রা শুরু করেছে। ৭ অক্টোবর মুক্তি পাবে রাশমিকা অভিনীত ‘গুডবাই’ ছবিটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির নতুন গান ‘দ্য হিক সং’। এ উপলক্ষে রাশমিকা দিল্লিতে গিয়েছিলেন। এটি তাঁর দ্বিতীয়বারের মতো দিল্লি সফর। তখন তিনি ভারতীয় গণমাধ্যমের কাছে অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।

অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে রাশমিকা মান্দানা বলেন, ‘বচ্চন স্যার অসাধারণ একজন মানুষ।

কারণ, “গুডবাই” ছবিতে অভিনয় করার আগে এবং “গুডবাই”–এ অভিনয়ের পর একজন অভিনেতা হিসেবে আমি সম্পূর্ণ আলাদা।

এতে বচ্চন স্যারের অনেক বড় ভূমিকা রয়েছে। তিনি সেরা শিক্ষক। আমি আনন্দিত যে আমি আমার প্রথম হিন্দি ছবি তাঁর সঙ্গে করতে পেরেছি।’

দক্ষিণের ছবি থেকে বলিউডে রাশমিকা মান্দানা

দক্ষিণের ছবি থেকে বলিউডে অভিনয় প্রসঙ্গে রাশমিকা জানান, ‘আমার ভক্তদের জন্য আমি বলিউডে আসি। তারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে।

তারা আমাকে জিজ্ঞেস করত, আমি কেন হিন্দি ছবি করছি না। আমি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করতাম, ভক্তরা বলত, আমাকে একটা হিন্দি ছবি করতেই হবে।

তার পর থেকে আমি হিন্দি স্ক্রিপ্ট শুনতে শুরু করি। কারণ, দর্শক আমাকে হিন্দি ছবিতে দেখতে চায়। এর মধ্যেই এল “পুষ্পা”।

তখন দর্শকের যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে আমি অনেক খুশি। আজ আমার একটি হিন্দি ছবি রয়েছে। আমি বলিউডে আমার যাত্রা শুরু করেছি। এখন দেখা যাক কোথায় যাই।’

উত্তর বনাম দক্ষিণ বিতর্ক

উত্তর বনাম দক্ষিণ বিতর্ক সম্পর্কে রাশমিকার চিন্তাভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এর সিদ্ধান্ত দর্শক নেবেন। তিনি বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করার জন্য আমি খুবই ছোট।

সম্প্রতি আমার “সীতা রামম” ছবিটি মুক্তি পায়। শুধু দক্ষিণে নয়, উত্তরের দর্শক থেকেও আমি প্রচুর ভালোবাসা পেয়েছি।’

রাশমিকা মান্দানাকে ভারতের জাতীয় ক্রাশ বলা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন কিছু তো আমার মাথায় আসেনি। জাতীয় ক্রাশ বলতে আসলে কী বোঝায়? তবে অবশ্যই এটা মানুষের ভালোবাসা।

এই ভালোবাসা আমাকে উৎসাহিত করে। এতে করে দায়িত্ব আরও বেড়ে যায়। যাতে আমি আরও ভালো কাজ করতে পারি।’

রাশমিকা মান্দানা ছাড়াও বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা প্রমুখ।

আরও পড়ুন:কী আছে অখণ্ড ভারত ও হিন্দু রাষ্ট্রের সংবিধানে

থেকে আরও পড়ুন

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলায় মহান শহিদ দিবস ও...

বক্স অফিসে ঝড় তোলা শাহরুখ খানের ‘পাঠান’ বিশ্বজুড়ে মুক্তি পেলেও নিষেধাজ্ঞার জেরে পাকিস্তানে মুক্তি...

বলিউডের শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চন। বিভিন্ন সময় পণ্যের বিজ্ঞাপনে তার নাম, ছবি ও কণ্ঠস্বর...

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বে দারুণভাবে ঘুরে...