শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খিদমাতুল কুরআন বালিকা মাদ্রাসা’র উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 

 

নরসিংদী প্রতিনিধি :-

নরসিংদীর খিদমাতুল কুরআন বালিকা মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মার্চ) বিকেলে নরসিংদী পৌর শহরের বিলাসদী ( ব্যাংক কলোনি) এলাকার মাদ্রাসা’র মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসা’র সভাপতি ও জনপ্রিয় হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মাহবুবুর রহমান মামুন এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ওসামা মাহমুদ এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মাওলানা মুফতি তরিকুল ইসলাম মাজেদী (দা:বা: ঢাকা)। প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন মুফতি শামসুল ইসলাম মাদানী (নারায়ণগঞ্জ) ও মাওলানা আবুল হাসান মাজহারী (নরসিংদী)। 

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদমাতুল কুরআন বালিকা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা ও জেলা কালেক্টর জামে মসজিদের খতিব মুফতি নাছীর উদ্দিন কাসেমী, জেলা আইনজীবী সমিতির সম্পাদক আলহাজ্ব এড. মোঃ নজরুল ইসলাম রিপন, দৈনিক আজকের বিনোদন পত্রিকার সহকারী সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে। ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করতে হবে। পরে দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

থেকে আরও পড়ুন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।...

সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীরা দেশে পুনর্বাসনের সুযোগ পাবে না। মানবতাবিরোধী অপরাধী হিসেবে...

বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতবিরোধী জনতাকে উসকে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত...

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনা...