back to top
বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

চট্টগ্রামে ইসলামী ব্যাংক হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক সংসদ সদস্য-প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে কেউ অসুস্থ হলে সেবা-শুশ্রষা ইত্যাদি পাওয়া তার অধিকার। এ সম্পের্কে তিনি একটি হাদীস উদ্বৃত করে এর ব্যাখ্যা করেন এবং ইসলামে চিকিৎসা সেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

১৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় ইসলামী ব্যাংক হাসপাতাল অডিটরিয়ামে হাসপাতালের সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ইদ্রিস উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, হাসিমুখে সেবা দেয়ার চেষ্টা করা বড় ধরণের ইবাদত। তিনি হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের আরও বেশি আন্তরিকতার সাথে সেবাদানের পরামর্শ দেন।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহনগরীর সভাপতি এস.এম.লুৎফর রহমান, ন্যাশনাল ডক্টর’স ফোরাম চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক ডাঃ খাইরুল আনোয়ার, পার্ক ভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ.টি.এম রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমীর জনাব ইমরানুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডবলমুরিং থানার সভাপতি আকরাম হোসাইন জিহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম শাখার সভাপতি হামীদ হোসাইন মান্নানসহ ডবলমুরিং থানা জামায়াতের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ও হাসপাতলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

থেকে আরও পড়ুন