back to top
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

এবি যুব পার্টির ফেনী জেলা কমিটি

এবি যুব পার্টির ফেনী জেলা কমিটি গঠন। আহবায়ক- সফিউল্লাহ পারভেজ, সদস্য সচিব- এস এম ইবরাহীম সোহাগ।

ফেনীর ক্রাউন ওয়েস্ট চাইনিজ রেষ্টুরেন্টে অদ্য ০৫ অক্টোবর ২০২৪ বিকেল ৪টায় ফেনী জেলা এবি যুব পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে এবি যুব পার্টির ৩১সদস্য বিশিষ্ট ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়। নব মনোনীত আহবায়ক হচ্ছে সাবেক ছাত্র নেতা সফি উল্লাহ পারভেজ। সদস্য সচিব হচ্ছেন জনাব এস এম ইবরাহীম সোহাগ।

এবি যুব পার্টির ফেনী জেলা সমন্বয়ক এস এম ইবরাহীম সোহাগের সভাপতিত্বে ও ওয়াসিউর রহমান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব শাহাদাতুল্লাহ টুটুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন রমিজ৷
বিশেষ অতিথি হিসেবে আরো যারা বক্তব্য পেশ করেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল, এবি পার্টি ফেনী জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ফজলুল হক, জেলার যুগ্ন আহবায়ক মাস্টার আহসান উল্লাহ ভুঞা,জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব আফলাতুন বাকি, জেলা নেতা শাহাদাত হোসেন সাজু, মাষ্টার শাহ আলম শাহীন, নারী নেত্রী জাহানারা আক্তার মনি, ফেনী পৌর নেতা আবুল কালাম আজাদ সেলিম, যুব নেতা সফিউল্লাহ পারভেজ, নাফিজ ইমতিয়াজ প্রমুখ৷

নব গঠিত ফেনী জেলা এবি যুব পার্টির পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ-

১/ আহবায়ক – মো: সফিউল্লাহ পারভেজ
২/ যুগ্ম আহবায়ক – নাফিজ ইমতিয়াজ
৩/ যুগ্ম আহবায়ক – জাহানারা আক্তার মনি
৪/ যুগ্ম আহবায়ক – কাউসার হামিদ রাসেল
৫/ সদস্য সচিব – এস এম ইব্রাহীম সোহাগ
৬/ যুগ্ম সদস্য সচিব – ওয়াসিউর রহমান খসরু
৭/ সহকারী সদস্য সচিব – কামরুল হাসান
৮/ সহকারী সদস্য সচিব – আবিদ হাসান
৯/ মুহাম্মদ নুর ইসলাম
১০/ নাজমুল হোসেন
১১/ মনির হোসেন
১২/ আবদুল হালিম
১৩/ আবু সালেহ রাসেল
১৪/ মুহাম্মদ দেলোয়ার হোসেন
১৫/ মোশাররফ হোসেন
১৬/ নাঈমুল হক রাফিন
১৭/ ফারুক আহমেদ
১৮/ শাহ আকরাম হোসেন
১৯/ শাহাদাত হোসেন বাবু
২০/ জামিলা সুলতানা চম্পা
২১/ রেশমা আক্তার
২২/ দিলরুবা আক্তার দোলা
২৩/ মুহাম্মদ মুসা
২৪/ এজহারুল হক রিমন
২৫/ পলাশ দাস
২৬/ জামাল উদ্দিন
২৭/ মোস্তাফিজুর রহমান পারভেজ
২৮/ মাহফুজুল ইসলাম শুভ
২৯/ রেজাউল করিম রাজু
৩০/ মুহাম্মদ জাহাঙ্গীর আলম
৩১/ কমল চন্দ্র পাল৷

আরও পড়ুন:

থেকে আরও পড়ুন