back to top
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বি এন পির দলীয় কোন্দলে যোগ্য নেতারা পদ বঞ্চিত।। নয়নকে ১ নং সদস্য করার দাবী

বরিশাল প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী দল বি এন পির কমিটি ঘোষনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মতানৈক্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঘোষনা করা হয়েছে বানারীপাড়া পৌর বি এন পির কমিটি। যেখানে স্থান পায়নি বানারীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রীর নাম। বানারীপাড়া পৌর বি এন পির এ আহবায়ক কমটি দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রকে উপেক্ষা করে একটি অসাংগঠনিক কমিটি দেওয়া হয়েছে যার প্রমান স্বরুপ একটি হচ্ছে সেখানে গঠনতন্ত্র ও পদাধিকার বলে এক নম্বর মহিলা সদস্য হিসেবে স্হান পাওয়ার কথা বানরীপাড়া পৌর মহিলা দলের সভানেএী নয়ন বেগমের কিন্তুু দলীয় কোন্দল, গঠনতন্ত্রকে উপেক্ষা আর ষড়যন্ত্রের স্বীকার হয়ে এই সভানেএীকে বাদ দেওয়া হয়েছে দলীয় কোন্দল’র কারনে যার দাবীদার পৌর মহিলা দলের সভানেত্রী নয়ন। বানারীপাড়া বি এন পির অন্তকোন্দলে ভোগান্তির স্বিকার সাধারন কর্মীরা। নেতারা তাদের পছন্দের লোকদের কমিটিতে স্থান পাওয়াতে সর্বদা ব্যদিব্যস্ত। যার যাতাকলে নিস্পিসিত যোগ্য নেতা কর্মীরা। সকল ধরনের যোগ্যতা থাকা সত্বে ও অনেক কর্মীরা তাদের যোগ্য স্থান পায় না দলীয় গ্রুপিংয়ের কারনে। আন্দোলন সংগ্রামে বানারীপাড়া পৌর সভার নেতৃত্ব উল্লেখযোগ্য। বানারীপাড়া পৌর মহিলাদলের পরিক্ষিত এই নেত্রী নয়ন দীর্ঘ বছর যাবৎ বি এন পির সাথে ওষ্ঠ পিষ্ঠ হয়ে লেগে থাকা এবং সকল আন্দোলন সংগ্রামে নিজেকে একত্রিত করায় দল তার যৌগ্যতার ভিত্ত্বিতে বানারীপাড়া উজিরপুর বি এন পির অভিভাবক এস সরফুদ্দিন আহম্মেম সান্টু নয়নকে বানারীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী নির্বাচিত করেন। দীর্ঘ ১২/১৫ বছর যাবৎ বানারীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন এই পৌর সভা নেত্রী নয়ন। গত নির্বাচনে নয়নকে আওয়ামীলীর মামলা হামলার ভয়তে দীর্ঘ ১ মাস ঘর ছাড়া বাস করতে হয়েছে। পৌর সভানেত্রী নয়ন বলেন বিভিন্ন প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্য দিয়েও বানারীপাড়া পৌর নির্বাচনে পৌরসভার ৯ নং ওয়ার্ডে ক্ষমতাশীন দলের বিপক্ষে দুই বার নির্বাচনে অংশগ্রহন করে ও জনপ্রিয়তা থাকা স্বত্ত্বে ও নির্বাচনী মাঠে টিকে থাকতে পারিনি। তবু ও আস্থা ও ভালোবাসা দিয়ে দলকে আগলে রেখেছেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে নয়নকে দেখা যায় সবার আগে। পৌর কমিটিতে স্থান নেই এ প্রসংগে নয়ন বলেন আমি দলকে ভালোবাসি,দলের জন্য সব শেষ করেছি। আমার নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সাহেব আমার কর্ম দক্ষতায় আমাকে সভানেত্রীর আসন দিয়েছেন। একাধিক নেতা কর্মী বলেন নয়নকে বানারীপাড়া পৌর কমিটিতে রাখা উচিত ছিল। কারন যোগ্য লোক তার সঠিক মর্যাদা না পেলে সে উৎসাহ হারিয়ে ফেলে। বর্তমানে ত্যাগী নেতা কর্মীদের দাবী নয়নরের যৌগ্যতা গঠনতন্ত্র
অনুযায়ী নয়ন বেগমকে বানরীপাড়ার পৌর বি এন পির আহবায়ক কমিটির এক নম্বর মহিলা সদস্য হিসেবে স্থান দেয়া।

থেকে আরও পড়ুন