back to top
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ই-প্রেস ক্লাবের দুই বাংলার ভার্চুয়াল মিটিং সম্পন্ন

ই-প্রেস ক্লাব এর সদর দপ্তর “বাংলাদেশ” ও ভারতের নেতৃবৃন্দের মধ্যে ১৪ আগষ্ট শনিবার দিবাগত রাত ভারতের সময় রাত ৮’০ টা এবং বাংলাদেশ সময় রাত ৮’৩০ মিনিটে এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টা চলমান মিটিংয়ে
ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর এর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা ও সিলেট বিভাগীয় উদ্যোক্তা সাংবাদিক মাসুদ লস্কর (বাংলাদেশ) এবং আসাদ (ভারত)এর সঞ্চালনায় এপার বাংলা ও ওপার বাংলার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও উদ্দ্যোক্তা ভারতের প্রথম ও প্রধান প্রতিনিধি আসাদ আলী তিনি কলকাতার দায়িত্ব পালন ও করছেন, মহঃ মফিজুল ইসলাম-দক্ষিন ২৪ পরগণা র মুখ্য আহ্বায়ক, দক্ষিণ ২৪ পরগণা জেলার সাধারণ সদস্য-সরবৎ আলি মন্ডল, হুগলি জেলার মুখ্য আহ্বায়ক-আব্দুল গফফার সাহেব, হুগলি জেলার-এক্সিকিউটিভ সদস্য-নৌসাদ মল্লিক, হুগলি জেলার-সাধারন সদস্য-শেখ সিরাজ, মুর্শিদাবাদ জেলার-মুখ্য আহ্বায়ক-হামিম হোসেন মন্ডল, মুর্শিদাবাদ জেলার-সাধারন সদস্য রহমাতুল্লাহ রহমত, মুর্শিদাবাদ জেলার -এক্সিকিউটিভ সদস্য-মহঃ মোস্তফা শেখ,
কাজী জিয়া উদ্দিন সোহেল (চট্টগ্রাম), এম,এ,আজাদ (চট্টগ্রাম) মাষ্টার কামাল উদ্দিন (চট্রগ্রাম), এম,আর,তাওহীদ (চট্রগ্রাম) প্রমুখ।
ভার্চুয়াল মিটিংয়ে সাংবাদিক নেতারা ই-প্রেস ক্লাবের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা, এক দেশের সাথে অন্য দেশের সাংবাদিকদের যোগসূত্র স্হাপন, সাংবাদিকদের স্বাবলম্বী করার পরিকল্পনা, চতুর্থ শিল্প বিপ্লবে সক্রিয়ভাবে অংশ গ্রহণ ও নেতৃত্ব প্রদান সহ সাংবাদিক দের মুখপাত্র হিসাবে পত্রিকা ও ম্যাগাজিন এর প্রকাশনা সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন।
দুই বাংলার সাংবাদিকদের পরিচয় পর্ব শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর সকল প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ই প্রেস ক্লাব সাংবাদিকদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রজেক্ট ও পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি আরো বলেন ই-প্রেস ক্লাবের পরিকল্পনা য় সন্তোষ্ট হয়ে ইউ,কে সরকার ই-প্রেস ক্লাব কে নিবন্ধন প্রদান করেছে।

থেকে আরও পড়ুন

ক্ষমতাচ্যুৎ শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ) শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। এর...

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা...

রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের...

দেশের রাজনৈতিক দলগুলোকে গোষ্ঠীস্বার্থ নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে হবে। কিন্তু নতুন বাংলাদেশে যে...