বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর ঘোষণা আসতে পারে কঠোর কর্মসূচির : মনির ফরাজী

দেশে চলছে হরিলুট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, বিরোধী দমনে চলছে গুম খুন হামলা মামলা। এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য ডিসেম্বরে রয়েছে ঢাকায় মহাসমাবেশ। সেই সমাবেশ থেকেই কঠোর কর্মসূচির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ঢাকায় অবস্থান নিতে হতে পারে বিএনপি নেতাকর্মীদের।

মহাসমাবেশ বানচাল করার জন্য নির্লজ্জ আওয়ামী সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যকে সতর্ক থাকতে হবে এবং মহাসমাবেশ সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ১০ ডিসেম্বর ঢাকা মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাগেরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভায় কথাগুলো বলেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে (থানার মোড়) জেলা বিএনপি আহ্বায়ক ইঞ্জি এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।

প্রস্তুতি সভায় জেলা বিএনপি নেতৃবৃন্দ ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের সংঘটিত, সমাবেশ স্থলে উপস্থিত নিশ্চিত, ঢাকায় যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলি, বিএনপি নেতা এসকেন্দার হোসেন, আব্দুল হালিম পাটোয়ারী, কাজী জাহিদ হোসেন, জিল্লুর রহমান, হারুন সেখ, ছাত্রনেতা তরিকুল ইসলাম শোভন, মহিলা নেত্রী শিরিনা আক্তার, মুক্তি খানম সহ বিএনপি ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের কর্মীসমর্থক বৃন্দ।

বাগেরহাট জেলা প্রতিনিধি:

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন