বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারি সিটি কলেজে দিনব্যাপী কর্মশালা

গুনগত শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর উদ্যোগে Preparation and Submission of Individual Income Tax Return শিরোনামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১২ ডিসেম্বর) কলেজ হিসাববিজ্ঞান বিভাগের ক্লাসরুমে একে খান গ্রুপের ভ্যাট ও কর বিভাগের প্রধান শাহ আজিজ এর পরিচালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রফেসর রুবিনা খানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আবু নাছিরের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ মেহেদী হাছান। কর্মশালার কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক উৎপল চন্দ্র শীল।

এসময় শিক্ষক পরিষদ সম্পাদক আজম মুহাম্মদ আনোয়ার সাদাত, শিক্ষক ক্লাব সম্পাদক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন