রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় মিরসরাইয়ের বাসিন্দা ওমর ফারুক পলক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।তার বয়স ২৪ বছর। এই দুর্ঘটনায় জুয়েল রানা নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। দুজনেই বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ এর প্রথম বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সকাল সাড়ে দশটার দিকে ওমর ফারুক পলককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া গনমাধ্যম’কে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত পলকের বাড়ি মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে।পলকের মৃত্যুর খবরে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।শোকের ছাঁয়া নেমেছে পুরো গ্রাম জুড়ে।