মিরসরাই::
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের নুর উদ্দিন বাহারকে ২ সহযোগীসহ ১০ লিটার বাংলা চোলাই মদ পাচার কালে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
সোমবার( ১৫ নভেম্বর) মিরসরাই থানাধীন ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ শ্রীপুর গ্রামের জনৈক আবিদুর রহমানের বসতঘরের সামনে কাঁচা রাস্তার উপর থেকে বিক্রির উদ্দেশ্যে নেয়া ১০ লিটার চোলাই মদ সহ মিরসরাই থানার এসআই মোঃ আতাউর রহমান, এএসআই রাম হরিনাথ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল মো. নুর উদ্দিন বাহার( ৪৬), জয়নাল আবেদীন (৫৮) এবং সাইফুদ্দীন মাহমুদ ফরহাদ (৪০)।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গত (৩০ অক্টোবর) তার আপন ছোট ভাই নুর আজাহার টিপু কুমিল্লা থেকে ১৮ কেজি গাঁজা আনার সময় অপর সহযোগীসহ ফেনীতে র্যাবের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে ফেনী কারাগারে বন্দী রয়েছে। তাছাড়া নুর উদ্দিন বাহার আরও ৫/৬ বছর আগে বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় পাচারকালেও গ্রেফতার হয়েছে। মিরসরাই থানা পুলিশও তাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বলেও এলাকার একাধিক সূত্র দাবী করেন।
এবিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, মায়ানী ইউনিয়নের বাসিন্দা মাদক ব্যবসায়ী নুর উদ্দিন বাহার দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। মাদক ব্যবসায়ী নুর উদ্দিন বাহারের নেতৃত্বে তাঁরা বাংলা মদ আনার জন্যে সেখানে গিয়েছিল।
এ বিষয়ে তিনি আরো জানান, আটককৃতদের মাদক আইনে মামলা দায়েরের পর যথাযথ আইনী প্রক্রিয়া সম্পূর্ণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।