বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ইয়াবাসহ কারবারি আটক

মিরসরাইয়ে ১হাজার ৫ পিস ইয়াবা সহ আলমগীর হোসেন (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার থেকে আটক করা হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। সে চট্টগ্রামের সন্দীপ উপজেলার মুছাপুর এলাকার ফখরুল ইসলামের পুত্র।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর এলাকায় একটি শ্যামলি পরিবহনে তল্লাশি চালালে আলমগীরের নিকট ১হাজার ৫পিস ইয়াবা পাওয়া যায়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আটক আসামিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন