শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভাষা শহিদদের স্মরণে ইতালি বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে‌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখা।

সোমবার প্রানেস্তিনা‌ মক্কী মসজিদের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা পর্বের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ‌ সভাপতি, রোম মহানগর বিএনপি‌ সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি আব্দুর রহমান রবিন, মঈনুল আলম খোকন, সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আইন বিষয়ক সম্পাদক এ কে আজাদ, মিলন হোসেন মিঠু, বিলাল মোহাম্মদ হোসেন, সিদ্দিকুর রহমান, মামুন বেপারী, সেলিম চৌধুরী,রফিকুল ইসলাম সজীব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বাদল হোসেন, রোম মহানগর বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন সহ ইতালি বিএনপি, রোম মহানগর বিএনপি, ইতালি যুবদল, ইতালি স্বেচ্ছাসেবক দল, ইতালির শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে যথার্থ মূল্যায়নের দাবি জানান।

শেষে জিয়া পরিবার ও সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মসজিদে মক্কির ইমাম।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন