আস্থার বিশ্বস্ত সহযোগী,অনলাইন ব্যবসার জগতে ইউনিক প্লাটফর্ম (Get All In One Apps) টগর এর ব্যবস্থাপনা কর্মীদের লভ্যাংশ বিতরণ উপলক্ষে পরিচালনা পর্ষদ ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর এক অভিজাত হোটেলের রেস্টুরেন্টে টিজি ওয়েব লিমিটেড’র চেয়ারম্যান ও অনলাইন শপিং প্লাটফর্ম টগর www.toghor.com(Business & Economy Website) এর CEO প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফাউন্ডার সেলিম আহমদ।
অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।টগর এর মার্কেটিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক
লুতফুর রাহমান।এতে উপস্থিত ছিলেন, টগর এর মার্কেটিং হেড
এম এস রুবেল,সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আয়কর আইনজীবি কামাল আহমদ, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার আমির উদ্দিন, দ্যা মেইল বিডি’র স্টাফ রিপোর্টার লোকমান হাফিজ, প্রতিষ্ঠানের প্রডাক্ট পারচেইজার
রুহেল আহমেদ,
আমেরিকা থেকে যুক্ত ছিলেন আসিকুল হক, রুমেল আহমেদ,টগর সফটওয়ার ডেভোলাপারকে
খালেদ সাইফুল্লাহ আশিক,আইটি ডিরেক্টর
মহিউদ্দিন আসচাদ,ব্যবসায়ী
রাজু শিল,ইন্সুরেন্স অফিসার
আরিফুল ইসলাম, প্রতিষ্ঠানের
ওয়েব গ্রাফিক্স ডিজাইনার মাহমুদুল হাসান প্রমুখ।
সভাপতির বক্তব্যে টিজি ওয়েব লিমিটেড’র চেয়ারম্যান ও টগর এর সিইও আব্দুল্লাহ আল নোমান জানান, আমাদের ব্যবসাকে আরো জনবান্ধব করতে নিউইয়র্কে সাব ডোমেইনের কাজ চলছে। তিনি টগর’র নিয়মিত কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, সিলেটে আমরা টগর লাঞ্চ ইভেন্ট নামে নতুন প্রকল্প হাতে নিয়ে। সাশ্রয়ী দামে মান সম্মত খাবার পরিবেশনে টগর অঙ্গীকারাবদ্ধ।