মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা সংগঠন “ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ১২ তম ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী ব্লাড ক্যাম্পেইন কর্মসূচি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র এডমিন মেহেদী হাসান ইমন, তানভীর হোসেন মুরাদ, মডারেটর আজাদ, সিফাত, মিনহাজ, সদস্য জাবেদ, ইকবাল, আরিফ, মেহেদী উক্ত ব্লাড ক্যাম্পেইনে দায়িত্ব পালন করেন এবং উপদেষ্টা সদস্য আকতার হোসেন, আনিছুল হক শিমুল, স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই ২০২০ সালের ১লা জানুয়ারী মাত্র ৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩০ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে উক্ত গ্রুপের মধ্যে ৫ হাজার ৯’শত সদস্য রয়েছে।
দীর্ঘ দুই মাসে ১০ টি ব্লাড ক্যাম্পেইন, গরীব অসহায় তিনটা মেয়ের বিয়েতে সহযোগিতা, ২ টা মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ, ১ টা মাদ্রাসায় পোশাক বিতরণ, ২ টা রোগীর চিকিৎসা সহায়তা প্রদান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১টা বাড়ির ৬ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং অক্টোবর মাসে ১০০জনকে রক্তদান করে এই সংগঠনের সদস্যরা।