শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানের খাইবার প্রদেশে সন্ত্রাসী হামলায় নিহত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দারা আদমখেল মহকুমায় চলন্ত গাড়িতে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার ঘটনাটি ঘটেছে মহকুমার আখোরওয়াল এলাকায়। অজ্ঞাত বন্দুকধারীরা অন্য গাড়ি থেকে গুলি চালালে এই ঘটনা ঘটে। খবর ডনের।

দারা আদমখেলের ডিএসপি ফজল ওয়াহিদ ডনকে বলেন, চারজন লোক তাদের গাড়িতে করে যাচ্ছিলেন, তখন অন্য একটি গাড়ি থেকে হামলা করা হয়।

পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকাটি সিল করে দেয় এবং হামলাকারীদের ধরতে ব্যাপক চিরুনি অভিযান শুরু করে। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

প্রদেশের মুখ্যমন্ত্রী অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

ঘটনায় আল্লাহ বাবা ও দারার শিরাজ এবং পেশোয়ারের মাত্তানি শহরের আলমগীরের মৃত্যু হয় এবং আফতাব আহত হন। আহত আফতাবকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

সূত্র: এএনআই

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন