বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নড়াইলের নড়াগাতি গাঁজাসহ ১ নারী আটক

নড়াইল জেলার নড়াগাতী থানার চোরখালী এলাকায় অভিযান চালিয়ে মীনাক্ষী বেগম (৩২) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে নড়াগাতী থানা পুলিশ ।
এ সময় তার স্বামী মাদক ব্যাবসায়ী উজ্জ্বল বিশ্বাস (৩৫) পালিয়ে যায়।

১২ জানুয়ারী (বৃহস্পতিবার) রাতে নড়গাতি থানার চোরখালি আশ্রয়ন প্রকল্পে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত সাহার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই নজরুল ইসলাম, এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল চোরখালি আশ্রায়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মীনাক্ষী বেগমের ঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মীনাক্ষী বেগমকে আটক করে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ৩। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন