শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় আন্তজেলা গরুচোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া থানা পুলিশ একটি চোরাই গরুসহ আন্তজেলা গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। ১৩ আগষ্ট (শনিবার) সন্ধ্যায় উপজেলার কদমতলা গ্রামের মিজানুর মোল্যার বাড়ী থেকে গরুসহ ৩ চোরকে গ্রেফতার করায়। ওই ঘটনায় গরুর মালিক কিছলু খান বাদি হয়ে চোরচক্রের বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোমবাগ গ্রামের কিছলু খানের বাড়ি থেকে গত ১০ আগষ্ট রাতে একটি গাভী গরু চুরি হয়। এছাড়া মাঝে মধ্যেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরির খবর পাওয়ার পর কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রতনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে এবং উপজেলার কদমতলা গ্রামের মিজানুর মোল্যার বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় গরুটি উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে। আন্তজেলা চোর চক্রের গ্রেফতারকৃতরা হলো ভোমবাগ গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে আহাদুল মোল্যা (২৫), কুটি মিয়া মোল্যার ছেলে গোলজার মোল্যা (৫০), এবং সিলিমপুর গ্রামের কাছেদ মোল্যার ছেলে আবুজার মোল্যা (২৪)। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই রাতে জামরিল ডাঙ্গা গ্রামের শহিদুল ভূইয়ার ছেলে আল আমিন ভূইয়া (২৬) ও নারায়নপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহিনুর ইসলামের (৩০) বাড়িতে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রতনুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা আন্তজেলা চোর চক্রের সদস্য। তারা গরু চুরির সত্যতা স্বীকার করেছে। চোরচক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন