নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া।
বিশ্বকাপের শেষ আটে ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারানোর পথেই ছিল। তবে অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে এলো ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল। এরপর টাইব্রেকারে ব্রাজিলকে রুখেই দিল ক্রোয়াটরা। হারাল ৪-২ গোলে। তাতে নেইমারদের বিশ্বকাপ যাত্রা রুখে শেষ চারে চলে গেছে ক্রোয়াটরা।
এদিন একের পর আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। বিরতির পর এক প্রকার গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দলই। শেষ পর্যন্ত ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচের ১০৫তম মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল।
অধিনায়ক নেইমারের গোলে ১-০ গোলে এগিয়ে যায় সেলেকাওরা। ১১৬ তম মিনিটে ব্রুনো পেটকোভিক গোলে সময়তায় ফিরে ক্রোয়েশিয়া। এতে করে শেষ মুহূর্তের গোলে ম্যাচ টাইব্রেকারে নেয় ক্রোয়েশিয়া।