শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০৫ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ৭৬০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার ডেঙ্গিতে তিনজনের মৃত্যু হয়েছিল। এ বছর ডেঙ্গিতে মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই শিশু। এর আগে কোনো বছর ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ায়নি।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন