বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রলীগের সম্মেলনের তারিখ আবার পরিবর্তন করা হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলনের তারিখ আবার পরিবর্তন করা হয়েছে।

আগামী ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার নতুন এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ৮ ডিসেম্বর করা হয়। সেটিও এখন পরিবর্তন করা হলো।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউল না থাকার কারণে ৮ ডিসেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।’

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন