সময় যত যাচ্ছে ততই উন্মাদনায় মেতে উঠছে বিশ্বের ফুটবল প্রেমীরা। অপেক্ষা আর মাত্র কিছুদিনের তারপরই পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ কাতার বিশ্বকাপ ফুটবলের। আর তার চারদিন পর অর্থ্যাৎ ২৪ নভেম্বর মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
ষষ্ঠ বিশ্বকাপে জয়ের মিশন সামনে রেখেই এবার সবার আগে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল সেলেসাওরা।গত সোমবার (৭ নভেম্বর) চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন ব্রাজিলিয়ান কোচ তিতে।
নেইমার-ভিনিসিয়ুসদের গুরু তিতে এবার তেমন কোনো চমক রাখেন নি বিশ্বকাপ দলে।যদিও লম্বা সময় ধরে যে স্কোয়াড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো দলে জায়গা হয়নি রবার্তো ফিরমিনোর।
২৬ সদস্যের ব্রাজিল দল—
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোরেস, ওয়েভারটন।
ডিফেন্ডার: দানিলো, অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেজ, অ্যালেক্স তেয়াস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, মার্কুইনহোস, ব্রেমার।
মিডফিল্ডার: কার্লোস ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, এভারটন রিভেইরো।
ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, আন্টনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
এদিকে দল ঘোষণার পরই আলোচনা হচ্ছে দানি আলভেজ কে নিয়ে।৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার নিয়ে আধুনিক ফুটবলের ফরোয়ার্ডদের বিপক্ষে কতটা লড়তে পারবে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। যদিও এই নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন ব্রাজিল বস তিতে।দল ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘আমি জানি, সবাই আমাদের বিশ্বকাপের ফেবারিট বলছে। আমি সেটা বিশ্বাসও করি; আমরাই ফেবারিট। তবে আলভেসকে নিয়ে এত কথার কোনো অর্থ নেই। সে অভিজ্ঞ এবং তার স্কিল দুর্দান্ত। কেবল বয়স তাকে বাদ দেয়ার কারণ হতে পারে না। সে নিজেকে প্রমাণ করেই আমার দলে এসেছে।’
আগামী ২৪ নভেম্বর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। গ্রুপ ‘জি’তে দলটির অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ডের সাথে ম্যাচটি মাঠে গড়াবে ২৮ নভেম্বর রাত ১০টায় ও ক্যামেরুনের সাথে ২ ডিসেম্বর রাত ১টার সময়।