হাসনাত জিসান:
ওমরগণি এম.ই.এস. কলেজ প্রশাসন কর্তৃক কলেজ সাংস্কৃতিক অঙ্গনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরোয়ার আলম এর নির্দেশনায় গত ৫ই মার্চ (রবিবার) সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক কলেজের গণিত বিভাগের প্রভাষক নন্দিতা বড়ুয়া।এতে শেখ মো. শরীফুল আলম সৌরভ কে সভাপতি ও ফাতেমা আক্তার’কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ রানা, যুগ্ম-সাধারন সম্পাদক তানভীর আলম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জিহাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পুষ্পিতা বৈদ্য।
এদিন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরোয়ার আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় শতাধিক সদস্যদের উপস্থিতিতে কেক কেটে কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনের সাবেক সদস্য সানজিদা রহমানকে আজীবন সদস্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নতুন উদ্যমে কাজ করার প্রত্যয়ে সকলের সহযোগীতা কামনা করেছেন।