শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

উত্তরায় বি আর টির ফ্লাইওভার গার্ডার পরে শিশু সহ চার জনের মৃত্যু

নাইম ইসলাম কাউসার,নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার উত্তরায় ফ্লাইওভারের নির্মাণকাজের গার্ডার ছিঁড়ে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল তিনটায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা তিন নম্বর সেক্টরের বিআরটি প্রকল্প এলাকায় সিয়াম টাওয়ারের সামনে প্রাইভেট কারের ওপর নির্মাণকাজের ক্রেনের তার ছিঁড়ে গার্ডার পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানিয়েছেন, নিহতের সংখ্যা চারজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক ইয়াসিন গাজী। তিনি বলেন, হাসপাতালে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গাড়িতে সাতজন ছিলেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন