বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারের বিজ্ঞাপনী আয়ে ধস

গত বছরের ২৭ অক্টোবরে টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই গণহারে কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। তাঁর বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে কর্মীদের পাশাপাশি বিজ্ঞাপনদাতারাও মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে খুদে ব্লগ লেখার সাইটটির আয়ও কমে গেছে।

বিজ্ঞাপন গবেষণা সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্সের (এসএমআই) তথ্যমতে, গত ডিসেম্বরে আগের বছরের তুলনায় টুইটারে বিজ্ঞাপন কমেছে প্রায় ৭১ শতাংশ। গত নভেম্বরে কমেছে প্রায় ৫৫ শতাংশ।

বিজ্ঞাপন গবেষণা সংস্থা প্যাথমেটিকসের ধারণা, স্থগিত অ্যাকাউন্টগুলো সচল হওয়ার পাশাপাশি টুইটারে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট অর্থের বিনিময়ে নীল টিক পাওয়ায় বিজ্ঞাপনে পরিমাণ কমে গেছে। শুধু তা–ই নয়, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি সব ধরনের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন জানিয়েছে, গত সপ্তাহে কর্মীদের এক সভায় টুইটারের এক কর্মকর্তা জানিয়েছেন, বিজ্ঞাপন কম থাকায় ২০২১ সালের তুলনায় গত বছরের চতুর্থ প্রান্তিকে টুইটারের আয় প্রায় ৩৫ শতাংশ কম হয়েছে।

বিজ্ঞাপনের পরিমাণ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় বিজ্ঞাপনদাতারা কিছু বিজ্ঞাপন বিনা মূল্যে দিতে পারবেন। শুধু তা–ই নয়, পুনরায় রাজনৈতিক বিজ্ঞাপনও দেখাবে টুইটার।

সূত্র: এনডিটিভি, রয়টার্স

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন