শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার সবশেষ হামলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে প্রায় গোটা দেশ।  বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন রাজধানী কিয়েভসহ খারকিভের বহু মানুষ।  হামলার ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ লাইন ও স্থাপনা মেরামত করে কিয়েভের প্রায় ৬০ লাখ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। খবর রয়টার্সের।

ইউক্রেনের দাবি, শুক্রবার ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, হাসপাতালসহ অনেক জ্বালানি স্থাপনা। এ হামলার ফলে পানি, জ্বালানি সংকটসহ অনেক মৌলিক প্রয়োজন থেকে বঞ্চিত হন ইউক্রেনবাসী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিওবার্তায় জানিয়েছেন, ‘মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৬০ লাখ মানুষের বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। মেরামত কার্যক্রম অবিরতভাবে চলবে। ‘ 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তথাকথিত অভিযান শুরুর পর ৯বার ইউক্রেনে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আবারও তারা হামলা চালাতে পারে। ইতোমধ্যে এমন শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন