বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আবুরহাট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামঃ মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের ২০১০ থেকে ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩০) ডিসেম্বর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ বক্তব্য, মধ্যাহ্নভোজ, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান,’নাটাই’ ব্যান্ড দলের সংগীত পরিবেশনা, লাকী কুপন ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আফছারের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র আরিফুল ইসলাম জুয়েল(২০১০ ব্যাচ) এবং ইমাম হোসেন রাসেল(২০১১ ব্যাচ) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি নুরুল মোস্তফা মানিক, বিদ্যালয় পরিচালনা পরিষদ সাবেক সভাপতি নুরুল আলম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মঈন উদ্দিন, ফরিদুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য জাহিদ রফিক সহ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সবেকও বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এসময় বক্তারা “২০১০-২০২২” ব্যাচের এই মিলন মেলার উদ্যেগ’কে স্বাগত জানান এবং তারা আশা করেন বিদ্যালয়ের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে সকলের সম্মিলিত উদ্যেগে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের আবুরহাটে অবস্থিত আবুরহাট উচ্চ বিদ্যালয় সুদীর্ঘ ৭৪ বছর ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন