বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩
২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আনন্দ আহার’র সংগঠনের উদ্যোগে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

সামাজিক সংগঠন আনন্দের আহার’র উদ্যোগে চলতি মাসের কার্যক্রম হিসেবে ইসলামপুর মোহাম্মদীয়া নূরানী হাফেজীয়া মাদ্রাসায় কুরআনের পাখিদের মাঝে শিক্ষা সামগ্রিক বিতরণ এবং দুপুরের খাবারের আয়োজন করা হয়।(২অক্টোবর) রবিবার আনন্দের আহার সংগঠনের পরিচালক সাদেক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার জমি দাতা ও পরিচালক জনাব মোঃ ইকবাল হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার শিক্ষক জনাব মোঃ শরীফুল ইসলাম,জনাব মোঃ ইমরান হোসেন,জনাব মোঃ উসমান গণী, জনাব হাফেজ মোঃ শরীফুল ইসলাম।

সংগঠনে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য-আজাদ, মিরাজ,মাহিন,মাহি,রেদোয়ান,কামরুল, ইমন, রুবেলসহ প্রমুখ।

জানাগেছে,চলতি বছরের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে আনন্দের আহার নামে এ সংগঠনটি। সংগঠনটির অধিকাংশ সদস্য শিক্ষার্থী।তারা তাঁদের নাস্তার টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে প্রত্যেক মাসে সংগঠনটি এ ধরনের কার্যক্রম সম্পন্ন করে।সংগঠনটির চলতি মাসের কার্যক্রম হিসেবে ইসলামপুর মোহাম্মদীয় নূরানী হাফেজীয়া মাদ্রাসার কুরআনের পাখিদের মাঝে শিক্ষা সামগ্রিক বিতরণ এবং দুপুরের খাবারের আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা হয়।

 

খাবার পেয়ে উচ্ছাসিত কুরআনের পাখিরা। তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি সংগঠনের নেতৃবৃন্দ।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন